পৃথিবীর সব থেকে বিষাক্ত গাছ মাঞ্চিনেল

স্পারজ (SPURGE) পরিবারের একটি সদস্য মাঞ্চিনেল (MANCHINEEL) . এটি পৃথিবীর সব থেকে বিষাক্ত ও বিপজ্জনক গাছ । এটির বৈজ্ঞানিক নাম Hippomane mancinella, ফ্লোরিডার এভেরগ্লাদেস এবং ক্যারাবিয়ান উপকূলে মাঞ্চিনেল গাছ দেখতে পাওয়া যায় ।

এই গাছ থেকে নির্গত রস অনেক বিষাক্ত এবং অম্লিও। এটি যদি কোন ভাবে আপনার চামড়ার স্পর্শে আসে তাহলে আপনার চামড়ায় ফোসকা ফেলতে খুব একটা সময় নেবে না । এমনকি যদি এটি কোন মানুষের চোখের স্পর্শে আসে তাহলে সে অন্ধ হয়ে যেতে পারে। ফলটি এতই বিষাক্ত যে, কেও যদি বৃষ্টির সময় এই গাছের নিচে দাড়িয়ে থাকে এবং এক ফোঁটা বৃষ্টির পানিও যদি তার গায়ে পরে তাহলেও তার গায়ে ফোসকা পরা শুরু করবে। আর কেও যদি অ্যাপেল মনে করে কেবল একটি কামড় দেয় তবে এর থেকে নির্গত এসিডে সে মারাও যেতে পারে তীব্র যন্ত্রণায় ।

আপনি হয়তো ভাবতে পারেন এই গাছ পুড়িয়ে দুনিয়া থেকে কেন ধ্বংস করে ফেলা হচ্ছে না! কিন্তু সমস্যা হচ্ছে এই মারাত্ত্বক গাছ যদি পুড়িয়ে ফেলা হয় এর ফলে যে ধোঁওয়ার সৃষ্টি হবে সেটি কোন মানুষ এর চোখে গেলে সে অন্ধ হয়ে যাবে।

Previous post রহস্য- ৫১ এবং এলিয়েন, ইউএফও, চাঁদের রাজ্য
Next post অতিথি …………… !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *